Views Bangladesh Logo

বিএনপির অভিযোগের পর চার দলকে সতর্ক করল ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির অভিযোগের পর নির্বাচন কমিশন (ইসি) চারটি রাজনৈতিক দলকে নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচার না করার নির্দেশ দিয়েছে। নির্দেশনা পেয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। ইতোমধ্যে এসব দলের প্রধানদের কাছে ইসি নির্দেশনাসহ চিঠি পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার ইসি সূত্রে এই চিঠির সত্যতা নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি অভিযোগ পাওয়া গেছে, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচার নিষিদ্ধ থাকলেও এই চার দল নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে। এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১৮-এর পরিপন্থি।

ইসি অভিযোগটি পর্যালোচনা করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দলের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

এর আগে ১৮ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এই সময় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত চিঠি সিইসিকে দেওয়া হয়। চিঠিতে অভিযোগ করা হয়, জামায়াতে ইসলামি ও তাদের জোটভুক্ত এনসিপি, বাংলাদেশ ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, যা ২১ জানুয়ারির আগে আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) লঙ্ঘন।

বিএনপির চিঠিতে বলা হয়, ইসি তাদের অনুরোধে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সফর কর্মসূচি স্থগিত করেছে, কিন্তু প্রতিপক্ষ দলগুলো আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। এতে নির্বাচন আইন লঙ্ঘিত হচ্ছে ও লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ হচ্ছে। ইসি যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়—এ দাবি জানানো হয়।

বিএনপির ওই চিঠির পরিপ্রেক্ষিতে ইসি জামায়াতে ইসলামি ও তার জোট শরিকদের সতর্ক করে চিঠি পাঠিয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা চালানো যাবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ