Views Bangladesh Logo

সুষ্ঠু নির্বাচন আয়োজনে ওয়াদাবদ্ধ ইসি: সিইসি

সন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলাই সুষ্ঠু ভোট আয়োজনের মূল শর্ত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

সিইসি জোর দিয়ে বলেন, আচরণবিধি মেনে চলা না হলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আচরণবিধি প্রতিপালন করবে'এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সিইসি বলেন, 'আইনের শাসন প্রতিষ্ঠা না হলে শান্তিপূর্ণ ভোট অসম্ভব।'

তিনি আরও বলেন, নির্বাচনের সাফল্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ পড়ে না। পাশাপাশি ভোটার উপস্থিতি বাড়াতে দলগুলোর সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।

সংলাপে সিইসি জানান, শপথ নেওয়ার পর থেকেই ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের (ইআরএসসি) কাজের কারণে পূর্ণাঙ্গ সংলাপ শুরুতে কিছুটা সময় লেগেছে। সংস্কার কমিশনের সুপারিশ ও দলগুলোর লিখিত মতামতের ভিত্তিতেই আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।

গত কয়েক বছরে ভোটারদের মধ্যে যে ভোট-বিমুখতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে জাতীয় নেতাদের তৃণমূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, 'জনগণকে ভোটকেন্দ্রে আনতে রাজনৈতিক নেতাদের উদ্বুদ্ধ করার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

শেষে তিনি বলেন, 'রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী—সবাই সমন্বিতভাবে কাজ করলেই জাতিকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ