পাসওয়ার্ড সমস্যায় পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির
পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতা সমাধানে নিবন্ধিত ভোটারদের কল সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে চারটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাখা হয়েছে, যা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট বা সংশ্লিষ্ট সমস্যার সমাধানের জন্য সম্মানিত ভোটারদের নির্ধারিত কল সেন্টার নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। কল সেন্টারের সেবা সপ্তাহের প্রতিদিনই ২৪ ঘণ্টা চালু থাকবে।
হটলাইন ও যোগাযোগ নম্বরগুলো হলো +৮৮০৯৬১০০০০১০৫
হোয়াটসঅ্যাপ: +৮৮০১৩৩৫১৪৯৯২০, +৮৮০১৩৩৫১৪৯৯২৩ থেকে ৩২ এবং +৮৮০১৭৭৭৭৭০৫৬২।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধিত ভোটাররা ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে তা ফেরত পাঠাবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে