Views Bangladesh Logo

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ ইতোমধ্যে কমিশনের অনুমোদন পেয়েছে এবং তা গত ২৬ জুন গেজেটে প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচনের কমপক্ষে ২৫ দিন আগে গেজেটে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ বাধ্যতামূলক।

ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচন উপলক্ষে এলাকাভিত্তিক খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, এ তালিকার ওপর দাবি–আপত্তি গ্রহণ এবং সেগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রস্তুতের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সূচি অনুযায়ী, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি–আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। এসব দাবি–আপত্তি নিষ্পত্তির শেষ দিন ১২ অক্টোবর। এরপর ২০ অক্টোবর সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

এ লক্ষ্যে নির্ধারিত সময়সূচি ও নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে খসড়া ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তথ্য (সফটকপিসহ) নির্বাচন কমিশনের সহায়তা শাখায় প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ