১৫ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করবে ইসি
আসন্ন জাতীয় নির্বাচনকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর চূড়ান্ত নির্বাচনী গেজেট প্রকাশ করা হবে।
গেজেট প্রকাশের পর ভোটার ও রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী সীমানা স্পষ্টভাবে তুলে ধরতে একটি জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ম্যাপ প্রকাশ করবে ইসি, যা সম্ভবত ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসি জানায়, নতুন রাজনৈতিক দলগুলোর প্রাথমিক নিবন্ধন কার্যক্রম ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত করতে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের দুই সপ্তাহ আগে কারাগারে বন্দিদের কাছে ব্যালট পেপার সরবরাহ করা হবে। এসব পদক্ষেপ গ্রহণের মূল উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করে তোলা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে