Views Bangladesh Logo

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে ঠিক করবে ইসি

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) যদি ১৯ অক্টোবরের মধ্যে তাদের পছন্দের প্রতীক না জানায়, তবে কমিশন নিজ সিদ্ধান্তে দলের নির্বাচনি প্রতীক নির্ধারণ করবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, এনসিপি ১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাবে। তা না হলে কমিশন নিজেদের বিবেচনায় সিদ্ধান্ত নেবে। আমাদের মনে হয় শাপলা প্রতীক হিসেবে রাখার প্রয়োজন নেই।

এর আগে নির্বাচন কমিশন এনসিপিকে চিঠি দিয়ে নির্বাচনি বিধিতে তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে বলে। তবে দলটি জানিয়ে আসছে যে তারা শুধু শাপলা প্রতীকেই নিবন্ধন নেবে।

জামায়াতসহ কয়েকটি দলের গণভোটের দাবির বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, আর কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ