Views Bangladesh Logo

নতুন দলগুলোর নিবন্ধন চূড়ান্ত কাল

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) মাঠপর্যায়ের যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামীকাল সকালে বৈঠকে বসবে।

আগামীকাল ( ১১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত ৯ সেপ্টেম্বর জারি করা এক চিঠি অনুযায়ী, বৈঠকের আলোচ্যসূচিতে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনসহ অন্যান্য নির্বাচনসংক্রান্ত বিষয় রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কোনো আপত্তি না থাকলে কমিশন আবেদন অনুমোদন করবে, গেজেট প্রকাশ করবে এবং ২৩ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সনদ প্রদান করবে।

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক যাচাই শেষে ইসি এর মধ্যে ২২টি দলের মাঠপর্যায়ের তদন্ত সম্পন্ন করে ৩১ আগস্ট।

গত ২৮ আগস্ট ইসি আগামী জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করে এবং নভেম্বরের মধ্যে প্রধান প্রস্তুতি শেষ করার সময়সীমা নির্ধারণ করে।


রোডম্যাপ অনুযায়ী, ১৪ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য দলগুলোর তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়ে আপত্তি এলে ১৫ থেকে ২২ সেপ্টেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।


২০০৮ সাল থেকে জনগণের প্রতিনিধি আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে আসছে ইসি। বর্তমানে দেশে ৫০টি নিবন্ধিত দল রয়েছে।


নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসি গত ১০ মার্চ আবেদন আহ্বান করেছিল। আবেদনের প্রাথমিক শেষ সময়সীমা ছিল ২০ এপ্রিল।


চূড়ান্ত যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ ২২টি দল হলো: ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), ফরওয়ার্ড পার্টি, আাম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ রিফর্মিস্ট পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আাম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ