Views Bangladesh Logo

সংসদীয় আসন পুনর্নির্ধারণে ২৪ আগস্ট থেকে শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ২৪ আগস্ট থেকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপত্তি ও পরামর্শের ওপর শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন দুপুর ১২টায় কুমিল্লা অঞ্চলের নির্বাচনী এলাকা নিয়ে শুনানি দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (১৮ আগস্ট) ইসির গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার আগারগাঁওয়ে কমিশনের সদর দপ্তরে ২৭ আগস্ট পর্যন্ত শুনানি চলবে। আপত্তি দাখিলকারী ও অংশীদারদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।

৩০ জুলাই খসড়া সীমানা তালিকা প্রকাশ করেছে ইসি, যেখানে জনসংখ্যার ভারসাম্যের ভিত্তিতে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪১টির সীমানা পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে।

মূল সংশোধনীগুলোর মধ্যে রয়েছে, বাগেরহাটে একটি কমিয়ে আসন চারটি থেকে তিনটি করা এবং গাজীপুরে একটি আসন যোগ করে পাঁচটি থেকে ছয়টি করা। আরও ৩৯টি নির্বাচনী আসনের ছোটখাটো সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

নির্ধারিত সময়সীমা ১০ আগস্টের মধ্যে ৮৩টি নির্বাচনি আসন সম্পর্কিত এক হাজার ৭৬০টি আবেদন পেয়েছে কমিশন, যেগুলোতে আপত্তি উত্থাপন বা পরামর্শ দেয়া হয়েছে।

শুনানি শেষে জাতীয় নির্বাচনের আগে সংশোধিত নির্বাচনী আসনের সীমানা চূড়ান্ত ও প্রকাশ করবে ইসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ