হাইকোর্টের আদেশে ২১ কর্মকর্তার বদলি স্থগিত করল ইসি
হাইকোর্টের রিটের কারণে মাঠ পর্যায়ের ২১ জন নির্বাচন কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ইসির জনবল ব্যবস্থাপনা শাখা।
এর আগে শনিবার পৃথক প্রজ্ঞাপনে ২১ জন নির্বাচন কর্মকর্তা ও দুইজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলির আদেশ জারি করা হয়েছিল। জনস্বার্থে জারি করা সে আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়। তবে হাইকোর্টে রিট দায়েরের পর সোমবার ইসি সেই বদলির প্রজ্ঞাপন স্থগিত করে নতুন আদেশ জারি করেছে।
সোমবারের প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ৩৮১১/২৫-এর গত ৬ অক্টোবরের আদেশে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৮৮৩৪/২০২৩–এর রায়ের বিষয়ে স্ট্যাটাস কু বজায় রাখার নির্দেশ দেওয়ায়, নির্বাচন কমিশন সচিবালয়ের গত ৮ নভেম্বরের বদলি/পদায়নের প্রজ্ঞাপন স্থগিত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে পুনর্বিন্যাস কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে ইতোমধ্যে শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে