পাবনা-১ ও ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এ দু’টি আসনের নির্বাচন পুরোপুরি বাতিল নয়, বরং সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সাময়িকভাবে স্থগিত থাকবে।
ইসি সূত্র জানায়, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ইসির ২৪ ডিসেম্বর প্রকাশিত সংশোধিত গেজেটের একটি অংশ স্থগিত করেন। এর ফলে ওই দুই আসনের সীমানা নিয়ে আইনি অনিশ্চয়তা তৈরি হয়। আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে হাইকোর্টের রায়ের আলোকে ইসি পাবনা-১ ও ২ আসনের সীমানায় পরিবর্তন আনলেও আপিল বিভাগের স্থগিতাদেশে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। সীমানা সংক্রান্ত এই আইনি জটিলতার কারণেই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
তবে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জানান, নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা এখনো কমিশন থেকে পাওয়া যায়নি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে