বিগত তিন নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একটি মামলার তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই তথ্য চাওয়ার পর নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে।
বুধবার (৬ আগস্ট) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে ঢাকাসহ দেশের সব বিভাগীয় ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশ্যে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে যেসব তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতামাতার নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বরসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য।
এর আগে পিবিআই জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাদেরও তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল।
ইসি জানিয়েছে, ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্তের জন্যই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য পাওয়ার পর তা তদন্তে সহায়তার জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে