Views Bangladesh Logo

নির্বাচনে প্রতি উপজেলা-থানায় দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত ইসির

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়।

আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ঘোষণা করবেন। এর রেকর্ডিং ইতিমধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হয়েছে।

গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয়ে স্পষ্ট করেছেন কমিশন সচিব আখতার আহমেদ। এছাড়া রাতে একটি বিজ্ঞপ্তিতে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানারসহ সকল নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি।

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার এক বৈঠকে ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ