Views Bangladesh Logo

তারেক রহমানকে আপিলের পরামর্শ ইসি সচিবের

 VB  Desk

ভিবি ডেস্ক

মজনতার পার্টির নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে আপিল করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, 'তারেক সাহেব আমজনতার পার্টির রেজিস্ট্রেশনের জন্য অনশনে আছেন। আইনগতভাবে আমাদের দিক থেকে যেটুকু বলা হয়েছে, সেটা চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এখন ওনারা চাইলে আপিল করতে পারেন এবং প্রয়োজনীয় ঘাটতি পূরণ করতে পারেন।'

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন

সচিব আরও জানান, 'আপিল, সংশোধনী বা পরিমার্জন, সময় বর্ধন এগুলো প্রচলিত প্রথা। আশা করি তিনি অনশন ভঙ্গ করে আইনগতভাবে বিষয়টি সুরাহার দিকে নিয়ে যাবেন।'

আপিল কোথায় করতে হবে তা জানতে চাইলে তিনি বলেন, 'আপিল করা হবে কমিশন সচিবালয়ে। চিঠিপত্র তো সচিবালয় থেকে যায়, তাই সিনিয়র সচিব বা কমিশনের সচিবের কাছে আপিল করা হবে।'

কতদিনের মধ্যে আপিল করতে হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আপিল করার কোনো নির্দিষ্ট সময় নেই। এখনও করা যায়, আগামীকালও করা যায়। শেষ সিদ্ধান্ত তার নিজের।'

আইনের বাইরে গিয়ে বিষয়টি বিবেচনার বিষয়টি নিয়েও প্রশ্ন করা হলে সচিব বলেন, 'আইনের বাইরে কিছু নয়। আপিল করা একেবারেই বৈধ। কোনো আবেদন করলে কমিশন সেটি বিবেচনা করবেন কি করবেন না, সেটা পরবর্তীতে দেখা হবে। আমরা চাই সীমিত বা সীমাবদ্ধতার মধ্যে না আটকে বিষয়টি বিবেচনা হোক।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ