Views Bangladesh Logo

শাপলা প্রতীক বাতিল, এনসিপিকে থালা-বেগুনসহ ৫০ বিকল্প দিল ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আর শাপলা প্রতীক পাচ্ছে না। বিকল্প হিসেবে খাট, থালা, বেগুন, বালতিসহ মোট ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে দলটিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে পছন্দ জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ সংক্রান্ত চিঠি পাঠান।

ইসির চিঠিতে জানানো হয়, নিবন্ধনের জন্য আবেদনকালে এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়েছিল। পরবর্তীতে সংশোধিত আবেদনে তারা সাদা শাপলা ও লাল শাপলার কথাও উল্লেখ করে; কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী অনুমোদিত প্রতীকের তালিকায় শাপলার কোনো ধরন নেই। তাই শাপলা প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব নয়।

ইসির নিয়ম অনুযায়ী, কোনো দলকে প্রতীক বরাদ্দ দেয়া হলে সেটিই তাদের জন্য সংরক্ষিত থাকবে। তবে নতুন করে প্রতীক চাইলে অনুমোদিত তালিকা থেকেই তা বেছে নিতে হবে।

ইসির প্রস্তাবিত ৫০ প্রতীকের তালিকায় রয়েছে—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

ইসির কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে মোট ১১৫টি প্রতীক থাকলেও সেখানে শাপলা বা তার কোনো ভিন্নতা নেই। ফলে এনসিপি আর শাপলা প্রতীক পাবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ