Views Bangladesh Logo

আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন প্রার্থী। এ নিয়ে দুই দিনে মোট ১০৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেলেন।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত আপিল শুনানিতে এসব আবেদন নিষ্পত্তি করা হয়।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন মঞ্জুর করেছে কমিশন। এদিন সাতটি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার (১০ জানুয়ারি) অপেক্ষমাণ রাখা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদন রোববার মঞ্জুর করা হয়েছে।

আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।

এর আগে শনিবার ইসি ৭০টি আপিল নিষ্পত্তি করে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়—যার মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয় এবং তিনটি আবেদন বিবেচনাধীন রাখা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ