Views Bangladesh Logo

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। দলটির নিবন্ধন স্থগিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কমিশন। এর আগে মঙ্গলবার পর্যন্ত ইসির ওয়েবসাইটে ‘বাংলাদেশ আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামে তালিকাভুক্ত দলটির পাশে ‘নৌকা’ প্রতীকটি দেখা যাচ্ছিল। তবে বুধবার (১৬ জুলাই) সকাল থেকে তা আর দৃশ্যমান নয়।

এই বিষয়টি নিশ্চিত করে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।’

এর আগের রাতে (১৫ জুলাই) এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’

বর্তমানে ইসির তালিকাভুক্ত মোট ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি বিভিন্ন রাজনৈতিক দলকে বরাদ্দ দেয়া আছে। বাকি ১৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। তবে আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত তালিকা অনুমোদনের পর জামায়াতে ইসলামীর পুরোনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ মোট প্রতীকের সংখ্যা ১১৫-এ পৌঁছাতে পারে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ