Views Bangladesh Logo

নিবন্ধনের শর্ত পূরণে ৪৩টি দলের নথিপত্র পেয়েছে ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে শর্ত পূরণের সময়সীমা শেষ হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ৪৩টি দলের কাছ থেকে নথিপত্র পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার মেয়াদ রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায় শেষ হয়।

২২ জুন পর্যন্ত ১৪৪টি রাজনৈতিক দল প্রাথমিকভাবে ১৪৭টি জমার মাধ্যমে নিবন্ধনের আবেদন করেছিল। তবে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো আবেদনই ইসির মানদণ্ড পূরণ করেনি। পরে দলগুলোকে ত্রুটিগুলো সমাধানে ১৫ দিনের সময়সীমা দেয় কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বর্ধিত সময়সীমা শেষ হওয়ার আগে ৪৩টি দল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। দলগুলোর আবেদন ও নতুন করে পাওয়া কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেবে ইসি।

সূত্র জানায়, বর্তমান আইনি কাঠামোয় নিবন্ধন চাওয়া দলগুলোর একটি কেন্দ্রীয় কমিটি, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলায় কমিটি থাকতে হয়। উপরন্তু, প্রতিটি কমিটিকে কমপক্ষে ২০০ জন ভোটারের সমর্থন দেখাতে হয়।

কোনো দল যদি আগে সংসদে প্রতিনিধিত্ব করে অথবা জাতীয় নির্বাচনে মোট ভোটের কমপক্ষে ৫ শতাংশ ভোট পায়, তাহলেও তারা নিবন্ধনের যোগ্য হতে পারে।

এই মূল মানদণ্ডের বাইরেও বেশ কিছু প্রশাসনিক ও পদ্ধতিগত প্রয়োজনীয়তা পূরণ করতে হয়। এগুলো ইসির প্রাথমিক যাচাই প্রক্রিয়ার ভিত্তি তৈরি করে।

আবেদনপত্র জমা দেয়ার পর দলগত তথ্যের সরেজমিন যাচাই করে কমিশন। এটি সম্পন্ন হলে দাবি ও আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি হয়। যদি আপত্তি উত্থাপিত হয়, তাহলে তা সমাধানে শুনানি করে ইসি। কোনো আপত্তি না থাকলে অথবা সমাধানের পরে যোগ্য দলগুলোকে নিবন্ধন সনদ দেয়া হয়।

আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দল নিজস্ব নির্বাচনী প্রতীক ব্যবহার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ