Views Bangladesh Logo

আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার প্রতিরোধ করাই আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ।

শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বিল্ডিং ব্রিজেস: রিজিওনাল ইলেকটোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)।

আসন্ন নির্বাচনকে ঐতিহাসিক বলে অভিহিত করে সানাউল্লাহ আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের পুণঃসূচনা ঘটবে। তিনি জানান, রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এবার নির্বাচন পর্যবেক্ষণে আসতে পারেন—তারা সবাই একটি ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হতে আগ্রহী।

নির্বাচন কমিশন জানিয়েছে, রোজার আগে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করা হবে। যদিও দিনক্ষণ চূড়ান্ত নয়, তবে ইসির হিসাব অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষিত হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ