সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সংশোধিত তালিকা প্রকাশ করল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৩০০টি সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নম্বর ১৫৫৩৭/২০২৫ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৪৬৭৬/২০২৫–এ দেওয়া রায় ও আদেশ অনুযায়ী পূর্বে প্রকাশিত সীমানা পুনর্নির্ধারণের প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর ফলে বাগেরহাট জেলায় একটি আসন বৃদ্ধি এবং গাজীপুর জেলা থেকে একটি আসন কমানো হয়েছে।
সংশোধনের পর ৩০০ আসনের হালনাগাদ ও পুনর্নির্ধারিত সীমানার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া মেনে এ সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে আসন বিন্যাস আরও যুক্তিসংগত ও স্পষ্ট হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে