পলাতকদের প্রার্থিতার অযোগ্য ঘোষণার প্রস্তাব ইসির

আদালত ঘোষিত পলাতক অভিযুক্তদের প্রার্থী হওয়া ও ভোটদানে অযোগ্য ঘোষণার সুপারিশ করে এক ডজনেরও বেশি সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’র (আরপিও) ১২ অনুচ্ছেদের (১) উপদফায় এই বিধান যুক্ত করে জতিীয় সংসদ নির্বাচনের মূল এই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সংস্থাটি।
বুধবার (৩ সেপ্টেম্বর) আরপিও চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।
সংস্কার প্রস্তাবগুলোতে বলা হয়েছে, একজন প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। প্রার্থীদের ব্যক্তিগতভাবে বিদেশে প্রচারণা চালানোর অনুমতি নেই। আরপিওতে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়াও, কেবলমাত্র প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ আর থাকবে না। প্রার্থী বা প্রস্তাবকের উপস্থিতি বাধ্যতামূলক করে সংস্কার প্রস্তাব দিয়েছে ইসি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে