নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের নির্দেশ ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে সমন্বয়, নজরদারি ও মনিটরিং সংক্রান্ত একাধিক কমিটি গঠন করেছে কমিশন। যদিও এর আগের নিরাপত্তা-সংক্রান্ত বৈঠকগুলোতেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল, তবে সমন্বয় ও প্রয়োগে দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবার তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসি।
সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), সামরিক গোয়েন্দা অধিদপ্তর (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে