Views Bangladesh Logo

নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে: ইসি সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি, সেটার জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।”
রোডম্যাপ ঘোষণার নির্দিষ্ট সময় জানতে চাইলে ইসি সচিব বলেন, “এটার জন্য অনেক কিছুই অপেক্ষা করছে। আমরা বিষয়টি বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।

এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমান জানিয়েছিলেন, কমিশন ইতোমধ্যে রোডম্যাপ অনুমোদন দিয়েছে এবং দুই–এক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের খসড়া সীমানা পুনর্নির্ধারণ করে। সেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটের আসন কমিয়ে ৪ থেকে ৩টি করা হয়।

পরবর্তীতে ১০ আগস্ট পর্যন্ত সংসদীয় আসনের সীমানা নিয়ে ৮৩টি এলাকায় মোট ১ হাজার ৭৬০টি দাবি–আপত্তি জমা পড়ে। এসব আবেদন নিষ্পত্তির জন্য গত ২৪ আগস্ট শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়েছে। শুনানি শেষে ইসি ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট আকারে প্রকাশ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ