সংসদ নির্বাচন ও গণভোট
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানে প্রথমবারের মতো অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় দেশীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ইসির নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–তে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার পর আবেদন অনুমোদিত হলে অনলাইন থেকেই সাংবাদিক কার্ড ডাউনলোড করা যাবে।
একই পদ্ধতিতে দেশীয় পর্যবেক্ষকরাও তাদের পরিচয়পত্র ও যানবাহনের স্টিকার ডাউনলোড করতে পারবেন।
আবেদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আবেদনপত্র, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে বৈধ পিআইডি কার্ড দাখিল বাধ্যতামূলক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে