Views Bangladesh Logo

বহু গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে ইসি: ড. বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বহু গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁর দাবি, গণতন্ত্রের বিকাশে নির্বাচনের কোনো বিকল্প নেই—ভালো নির্বাচন আয়োজনের লড়াই তারা চালিয়ে যাবেন।

বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত ‘নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম জানান, সংস্কার কমিশন ১৮টি অগ্রাধিকার খাতে কাজ করে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নানা সুপারিশ দেয়। যদিও কিছু সুপারিশ বাস্তবায়ন করা হলেও অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ ইসি উপেক্ষা করেছে।

তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের আগে ফলাফলের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা সার্টিফাই করে গণবিজ্ঞপ্তি জারির বিধান আরপিওতে অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে মনিটরিং কমিটি গঠন ও ব্যয় নজরদারির বিষয়েও ইসি উদ্যোগ নেয়নি।

মনোনয়নপত্রের সঙ্গে পাঁচ বছরের আয়কর রিটার্ন জমার বিধান থাকলেও, সর্বশেষ করবর্ষের রিটার্ন জমার বাধ্যবাধকতাও আরপিওতে যুক্ত করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। একাধিক আসনে প্রার্থী হওয়ার বিধান বাতিল, পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল, প্রতি পাঁচ বছর পর নিবন্ধন নবায়ন বাধ্যতামূলক করা—এসব প্রস্তাবও উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বদলে ৫০০ ভোটারের সম্মতি নেওয়ার প্রস্তাবটিও আরপিওতে রাখা হয়নি বলে জানান ড. বদিউল আলম। তবে তিনি উল্লেখ করেন, কমিশন কিছু সংস্কার সুপারিশ গ্রহণও করেছে।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের ট্রাস্টি বিচারপতি আবদুল মতিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ