নির্বাচনে ভোটের সময় বাড়াল ইসি, ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে, চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি জানায়, মক ভোটিংয়ের অভিজ্ঞতায় দেখা গেছে—প্রতিটি ভোটকক্ষে দুটি গোপন কক্ষ করলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভোটকেন্দ্র স্থাপনের প্রয়োজন হবে না। কিন্তু গ্রামাঞ্চলের অনেক কেন্দ্রে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় ভোটের সময় বাড়ানোর দিকেই ঝুঁকছে কমিশন। সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, এবার সেই সময় এগিয়ে এনে মোট ভোটগ্রহণ সময় দীর্ঘ করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও জানান, ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বিটিভির মাধ্যমে প্রচারের জন্য রেকর্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে