Views Bangladesh Logo

পোস্টাল ভোটিংয়ে সময়সীমা আরও ১৫ দিন বাড়ালো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়াল নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় দুই লাখ প্রবাসী।

শনিবার (৬ ডিসেম্বর) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

ইসি জানায়, দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটার—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। এর জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপেই আবেদন করতে হবে।

গত ১৮ নভেম্বর অ্যাপটি চালু হয় এবং এরপর থেকেই দেশভেদে ধাপে ধাপে নিবন্ধন শুরু হয়। রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের ভিত্তিতে সময় আরও ১৫ দিন বাড়িয়েছে ইসি।

ইসি সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার পুরুষ এবং ১৯ হাজারের বেশি নারী। সবচেয়ে বেশি নিবন্ধন সৌদি আরব থেকে (৩৮ হাজারের বেশি), এরপর যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত।

প্রকল্পের টিম লিডার জানান, নিবন্ধনের সময় বিদেশের সঠিক ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। ভুল ঠিকানা দিলে অ্যাপে এডিট অপশন ব্যবহার করে সংশোধন করতে হবে, অন্যথায় ব্যালট পাঠানো সম্ভব হবে না।

ভোটের সময় যেসব নিয়ম মানতে হবে-

১. পোস্টার ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না।

২. লাইভলিনেস চেক, ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক, টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে।

৩. একাধিক প্রতীকে টিকচিহ্ন দেবেন না ভোট দিতে;

৪. এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে।

৫. প্রবাসে রেজিস্ট্রেশন করলে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার সুযোগ নেই।

৬. ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।

৭. একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না;

৮. ভোট দেওয়ার সময় এক ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধু একবার আবেদন করতে পারবেন।

ইসি বলছে, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তুতি চলছে। এ জন্য ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ