Views Bangladesh Logo

ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ালো ইসি

গামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের (বুথ) সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার বিকেলে চূড়ান্ত ভোটকেন্দ্র, বুথ, কর্মকর্তা ও ভোটারের সংখ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করে ইসি। গত বছরের অক্টোবরে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হলেও নতুন করে ১৮টি যুক্ত হওয়ায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার মোট ভোটকক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি।

ইসি জানিয়েছে, গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ভোটগ্রহণ কার্যক্রমে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা থাকবেন।

ইসির সিনিয়র সচিব জানান, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি জানান, এ কারণে ব্যালট গণনায় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে।

তথ্য অনুযায়ী, গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১১ কোটি ৯৬ লাখ ভোটারের জন্য ৪২ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি বুথ ছিল। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪১ লাখ ভোটারের জন্য ৪০ হাজার ১৫৫টি কেন্দ্র ও ২ লাখ ৫ হাজার ৬৯১টি বুথ ব্যবহৃত হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

বাংলাদেশের নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোটের ব্যবস্থা করেছে ইসি।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন। প্রবাসী নিবন্ধিত ভোটারদের কাছে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

ইসি জানিয়েছে, গত ২১ জানুয়ারি থেকে সংসদ নির্বাচনের সাদা-কালো এবং গণভোটের গোলাপি রঙের ব্যালটে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট দিতে প্রবাসীদের কোনো ফি দিতে হচ্ছে না, তবে প্রতিটি পোস্টাল ব্যালটে ইসির খরচ হয়েছে প্রায় ৭০০ টাকা।

এ ছাড়া দেশে অবস্থানরত ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন ভোটার ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ব্যবস্থায় নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৬ হাজার ২৮৫ জন আইনি হেফাজতে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ