২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চেয়েছে ইসি
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সব মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব সম্পন্ন করে তার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আকতার আহমেদের স্বাক্ষরিত এক নির্দেশনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের বলা হয়েছে, নতুন নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে ফিল্ড অফিসগুলোকে তাদের গুদামঘর খালি করতে হবে।
একই সঙ্গে বিদ্যমান মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাইতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরঞ্জাম ক্রয় কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। কমিশন সেপ্টেম্বরের মধ্যে সব ক্রয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এদিকে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত প্রচার কার্যক্রমে ব্যবহারের জন্য গল্প, সংলাপ, নাটক, প্রবন্ধ ও কবিতাসহ লিখিত কনটেন্ট জাতীয় পরিচয় নিবন্ধন উইংয়ে পাঠানোর নির্দেশও দিয়েছেন ইসি সচিব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে