Views Bangladesh Logo

বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ বহনে ইসির সিদ্ধান্ত অপরিণামদর্শী, বৈষম্যমূলক: টিআইবি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদেশি পর্যবেক্ষকদের থাকা–খাওয়ার ব্যয় নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বহনের সিদ্ধান্তকে 'অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং নিরপেক্ষ পর্যবেক্ষণের পরিপন্থী' বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত খবরে প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর অজুহাতে এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। তার মতে, বিদেশিদের খরচ ইসি বহন করলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা না থাকা বৈষম্যের জন্ম দেবে।

তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে পর্যবেক্ষকেরা সুবিধাভোগী হয়ে “ভাড়াটে” হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকিতে থাকবেন এবং নির্বাচন কমিশনের আতিথেয়তায় থেকে কতটা স্বাধীনভাবে নির্বাচন মূল্যায়ন করতে পারবেন — সে বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি হবে। কারণ পর্যবেক্ষকদের কাজের মধ্যে ইসির ভূমিকা মূল্যায়নও অন্তর্ভুক্ত।

ড. ইফতেখারুজ্জামান জানতে চান, নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বিবেচনায় রেখে বিদেশি পর্যবেক্ষকেরা কীভাবে ইসি বা সরকারের অর্থায়নে এই দায়িত্ব নিতে রাজি হবেন। তিনি আশা প্রকাশ করেন, তারা ইসির আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থেকে নিরপেক্ষতা বজায় রাখবেন।

তিনি আরও বলেন, ২০০৮ বা তার আগে নির্বাচনকে গ্রহণযোগ্য দেখাতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার প্রয়োজন হয়নি; অথচ ২০১৮ ও ২০২৪ সালের ক্ষেত্রে কেন পর্যবেক্ষকদের অতিরিক্ত সুবিধা দিতে হয়েছে— তা নিয়ে ইসিকে আত্মসমালোচনা করতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বিতর্কিত করার পথে না যাওয়ার আহ্বান জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ