মনোনয়নের বৈধতা পেলেন সুলতানুল ইসলাম তারেক
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। শুনানিকালে দায়ের করা আপিল মঞ্জুর করেন নির্বাচন কমিশন।
মনোনয়ন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় সুলতানুল ইসলাম তারেক বলেন,
'মহান আল্লাহর রহমত ও নেতাকর্মীদের দোয়ায় শত বাধা পেরিয়ে মনোনয়ন বৈধ হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক-তৃতীয়াংশ ভোটারের স্বাক্ষরের বিধান বৈষম্যমূলক। এ ধরনের আইন পুনর্বিবেচনা করা উচিত।'
গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এনামুল হক চয়ন বলেন,
'তারেক ভাইয়ের মনোনয়ন বৈধ হওয়ায় জনমনে আবারও উচ্ছ্বাস ফিরে এসেছে।'
স্বতন্ত্র প্রার্থী মো. সুলতানুল ইসলাম তারেক একজন শিল্পপতি। হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় ৫৪ লাখ ৮৪ হাজার ৬০১ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৮৮ টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় ১১ লাখ ৩১ হাজার ১৫৯ টাকা এবং সম্পদের পরিমাণ ১ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ২৪৩ টাকা। এছাড়া সন্তানের নামে বার্ষিক আয় দেখানো হয়েছে ১২ লাখ ২ হাজার ২০৩ টাকা এবং সম্পদের পরিমাণ ৮৭ লাখ ৬৯ হাজার ৮৯৪ টাকা।
উল্লেখ্য, ভোটার স্বাক্ষরে ত্রুটির কারণে গত ৩ জানুয়ারি সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বাতিল করা হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে