‘ভোটে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন’
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি মানদণ্ড অনুযায়ী নির্বাচন না হয়, তাহলে নির্বাচন কমিশন তার দায় এড়াতে পারবে না।
শুক্রবার (২৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় সানাউল্লাহ বলেন, এবার ত্রুটিপূর্ণ নির্বাচনের জন্য কোনো স্থান নেই। তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের উপযুক্ত পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কমিশন এই দায় থেকে পিছিয়ে থাকতে পারবে না।
সানাউল্লাহ উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাইকে নির্বাচনী প্রক্রিয়াকে গুরুত্বসহকারে গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং। তিনি বলেন, “সার্বজনীন বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য সকল বাধা অতিক্রম করতে হবে, কোনো বিকল্প নেই।”
আনোয়ারুল ইসলাম সরকার সতর্ক করে বলেন , যদি নির্বাচন সঠিকভাবে না হয়, তাহলে কমিশন ও নির্বাচন কর্মকর্তাদের দায়িত্বে থাকতেই হবে। তিনি বলেন, “পেছনে ফিরার কোনো পথ নেই। মানুষের জীবন বিপদে পড়তে পারে; কিন্তু ভোটে জালিয়াতি কোনোভাবেই সহ্য করা হবে না।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে