নির্বাচন পর্যবেক্ষকদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে ইসি
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আগ্রহী এবং যোগ্য বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী সংস্থাগুলোকে ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে ইসির সিনিয়র সচিবের কাছে আবেদনপত্র জমা দিতে হবে।
রবিবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বে নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের পর ১২ তম সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণাটি এসেছে। নতুনভাবে প্রণীত "নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫"-এর ১৬ নম্বর ধারা অনুযায়ী উক্ত নিবন্ধনগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালার আলোকে এখন পুনরায় নিবন্ধনের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে ইসি।
আবেদনের জন্য যোগ্য হতে সংস্থাগুলোর অবশ্যই বাংলাদেশের আইনের অধীনে নিবন্ধিত হতে হবে এবং গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তাদের গঠনতন্ত্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকতে হবে। যেসব সংস্থা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত অথবা যাদের নির্বাহী সদস্য বা বোর্ড সদস্যদের কেউ নির্বাচন করতে আগ্রহী, তাদের আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রতিটি আবেদনপত্রের সঙ্গে একটি হলফনামা থাকতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে নির্বাহী পরিষদের কোনো সদস্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলোর মধ্যে রয়েছে—নিবন্ধন সনদের সত্যায়িত কপি, অনুমোদিত গঠনতন্ত্র, বর্তমান কার্যনির্বাহী কমিটির তালিকা, নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য, গত দুই বছরের কার্যক্রম প্রতিবেদন এবং কোনো সংস্থার নাম যদি দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়, সে ক্ষেত্রে একটি অনাপত্তি পত্র।
আবেদন ফরম (EO-1), নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ এবং সংশ্লিষ্ট নির্দেশনা নির্বাচন কমিশন সচিবালয়ের কক্ষ নম্বর ১০৫ অথবা ইসির অফিসিয়াল ওয়েবসাইট www.ecs.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, ইসি প্রথমবারের মতো ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে। এরপর থেকে বিভিন্ন নির্বাচনে নিবন্ধিত সংস্থা ও পর্যবেক্ষকের সংখ্যা ভিন্ন ভিন্ন ছিল। সর্বশেষ ২০২৩ সালের নীতিমালার অধীনে ৮০টি সংস্থার ২০,২৫৬ জন পর্যবেক্ষক নির্বাচনে অংশ নিয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে