Views Bangladesh Logo

ঢাকা অঞ্চলের আসন পুনর্নির্ধারণে ইসিতে শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনসীমা পুনর্নির্ধারণ বিষয়ে ঢাকার বিভিন্ন আসনের আপত্তি নিয়ে মঙ্গলবার সকাল থেকে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিন সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দিনব্যাপী এ শুনানি শুরু হয়। সকালে মানিকগঞ্জ-১, ২, ৩, নরসিংদী-৪, ৫ এবং নারায়ণগঞ্জ-৩, ৪, ৫ আসনের শুনানি অনুষ্ঠিত হয়। সেশন চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শুনানির সভাপতিত্ব করছেন। অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিবও উপস্থিত আছেন।

দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি অনুষ্ঠিত হবে। আবেদনকারী ও তাদের আইনজীবীরা আপত্তি ও দাবি তুলে ধরছেন। কমিশন জানিয়েছে, সব পক্ষকে সমান সুযোগ দিয়ে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে শুনানি সম্পন্ন হবে।

আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি হবে। সকালে পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬ ও পাবনা-১ আসনের শুনানি হবে। বিকেলে টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১, ৪, মাদারীপুর-২, ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।

ইসির আইন শাখা শুনানি শেষে সিদ্ধান্ত জানাবে।

গত ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসনের সীমানা নিয়ে প্রায় ১ হাজার ৭৬০টি আপত্তি ও দাবি জমা পড়ে। এগুলো নিষ্পত্তি শেষে কমিশন চূড়ান্ত সীমানা ঘোষণা করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ