Views Bangladesh Logo

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় আপিল শুনানি শুরু হয়। এদিনের শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন এলাকার প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন।

এর আগে শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি শেষ হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয়। আর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিন ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।

রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনে ৭০ জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে ৫৭টি আপিল মঞ্জুর করে ইসি। ৭টি আপিল নামঞ্জুর করা হয় এবং ৬টি আপিল পেন্ডিং রাখা হয়। পেন্ডিং থাকা প্রার্থীদের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ