ভোটে ব্যয় ৩ হাজার কোটি ছাড়াচ্ছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৩ হাজার ১০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে।
ইসি জানায়, এবারের নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ কার্যক্রমে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
বাজেট অনুযায়ী নির্বাচন পরিচালনা খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। গণভোট, পোস্টাল ব্যালট ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। প্রয়োজন অনুযায়ী এই বাজেট বাড়ানো বা কমানো হতে পারে বলে জানিয়েছে কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট এবং প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থার কারণে এবার ব্যয় বেড়েছে।
এদিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠিয়েছে ইসি।
নির্দেশনায় বলা হয়েছে, মোতায়েনের আগে ক্যাডেটদের নিরপেক্ষতা ও রাজনৈতিক পরিচয় যাচাই করতে হবে। কোনো ক্যাডেট নির্বাচনী প্রচারণা বা ভোটার প্রভাবিত করতে পারবেন না।
অন্যদিকে নির্বাচন সামনে রেখে অনুদান, বরাদ্দ ও সংবর্ধনা গ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। আচরণ বিধিমালা অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে কেউ অনুদান বা উপঢৌকন দিতে বা নিতে পারবেন না। একই সঙ্গে সরকারি ও আধা-সরকারি উন্নয়ন প্রকল্পের অনুমোদন, ঘোষণা ও ভিত্তিপ্রস্তর স্থাপন নিষিদ্ধ থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে