সিলেটে ২৩টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত
সিলেট জেলা প্রশাসন ভূমিকম্পে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত ২৩টি ভবন আগামী সপ্তাহ থেকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার দুপুরে (২৪ নভেম্বর) নগর ভবনে বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশন প্রশাসক খান মো. রেজাউল-নবীর সভাপতিত্বে ভূমিকম্প প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, অনেক মানুষ এখনো এসব ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস ও ব্যবসা করছেন। “বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা দ্রুত এসব ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, শহরের কিছু এলাকার সরু সড়ক দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে, যা বিশেষ বিবেচনার দাবি রাখে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাজির বিন আলম জানান, ৬ হাজার ভবন জরিপ করে ২৩টিকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি বলেন, শহরে মোট ভবনের সংখ্যা প্রায় ৪৪ হাজার। প্রতিটি ভবন জরিপ না করে ঝুঁকির মাত্রা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে