ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প
ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
এতে আরও বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী জেলা থেকে ৩ কিলোমিটার দূরে ছিল।
এদিকে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদী উপজেলার মাধবদী এলাকায়।
ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে