ভূমিকম্পে হতাহতের বেশির ভাগই ‘প্যানিকের কারণে’: স্বাস্থ্য উপদেষ্টা
ভূমিকম্পে আহত ও নিহতের বেশির ভাগ ঘটনাই আতঙ্কজনিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা জানান।
নূরজাহান বেগম বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে বা হুড়োহুড়িতে আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে ভূমিকম্পে আহত হয়ে দুই শিক্ষার্থী ভর্তি আছেন- একজনের অবস্থা গুরুতর, অন্যজন স্থিতিশীল। নরসিংদী থেকে আহত দুইজনকে আনা হয়েছে, এর মধ্যে একটি শিশু মারা গেছে। শিশুটির বাবা আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া মিটফোর্ড হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ওই হাসপাতালের এক শিক্ষার্থীও রয়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকেও একই ধরনের আতঙ্ক-সৃষ্ট আহতের খবর পাওয়া যাচ্ছে।'
তিনি আরও বলেন, '৫.২ মাত্রার ভূমিকম্পে স্বাভাবিকভাবে এত আহত হওয়ার কথা নয়, কিন্তু প্যানিকের কারণে সংখ্যা বেড়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ভয়ে লাফ দিয়ে গুরুতর আঘাত পেয়েছে। আমরা সবাই মিলে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছি।'
যদিও স্বাস্থ্য উপদেষ্টা ভূমিকম্পের মাত্রা ৫.২ বলেছেন, আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
চিকিৎসাসেবা নিয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, 'সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে—চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে