নরসিংদীতে আবার ৪.৩ মাত্রার ভূমিকম্প
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় প্রায় একই সময়ে ঢাকার বাড্ডা ও নরসিংদীতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
তিনি জানান, প্রথম ভূমিকম্পটি ঢাকার বাড্ডা এলাকায় অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৭। এর ঠিক এক সেকেন্ড পর নরসিংদীতে আরও একটি ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, নরসিংদীতে হওয়া দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে শুধু জানা গেছে, এর উৎপত্তিস্থল নরসিংদী অঞ্চলে।
তিনি আরও জানান, বিস্তারিত বিশ্লেষণ সম্পন্ন হলে নরসিংদীর ভূমিকম্প বিষয়ে অতিরিক্ত তথ্য জানানো হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে