Views Bangladesh Logo

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আশা প্রকাশ করেছেন, এই বছর উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে সম্পন্ন হবে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ এ বছরের ঢাকা মহানগরীর নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এবার ২৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা রাখা হবে। এছাড়া প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার উপস্থিত দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তা সংস্কার ও পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন এবং অগ্নি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ দেন। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পূজামণ্ডপগুলো যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। তিনি বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা বাড়ানো হবে এবং পূজা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য বা অপতথ্য বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

নিরাপত্তা প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ অন্যান্য সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ