'এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে '
এ বছর শারদীয় দুর্গাপূজা সারাদেশে মোট ৩৩,৩৫৫টি মণ্ডপে উদযাপন করা হবে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের আগামীর পূজা উৎসবের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
সংগঠনের তথ্যানুযায়ী, ঢাকা শহরেই এ বছর ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তারা আরও জানান, দুর্গাপূজার প্রস্তুতি চলাকালে ১৩টি জেলায় মূর্তি ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে