গুজব থাকলেও দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বস্ত করেছেন যে সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। তবে তিনি সতর্ক করে বলেন, পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিবাদী দোসররা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতে পারে।
রোববার সচিবালয়ে মূল কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চৌধুরী বলেন, 'পূজাকে ঘিরে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইরের শক্তি ও ফ্যাসিবাদী গোষ্ঠী মিথ্যা তথ্য ছড়াতে পারে। আমাদের ভুয়া তথ্য প্রতিহত করতে হবে এবং জনগণকে সঠিক তথ্য জানাতে হবে।'
পূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে ১ লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য, ৭০ হাজার পুলিশ এবং ৪৩০ প্লাটুন মোতায়েন থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য সংস্থাও সক্রিয় থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।
চৌধুরী জোর দিয়ে বলেন, গুজব ছড়ানো বা সাম্প্রদায়িক অশান্তি উসকে দেওয়ার যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন, যদিও তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। মন্ত্রণালয় সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে চৌধুরী নিশ্চিত করেছেন যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে