প্রথম আলো-ডেইলি স্টার ভবনে হামলার নিন্দা ডিইউজের
প্রথম আলো কার্যালয় ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে। এতে সাংবাদিকদের পাশাপাশি তাঁদের পরিবারও গভীর উদ্বেগ ও শঙ্কায় দিন কাটাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে এবং পরে ডেইলি স্টার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। একপর্যায়ে ডেইলি স্টার ভবনের সামনে হামলাকারীদের থামাতে গিয়ে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে প্রকাশ্যে নাজেহাল করা হয়।
সাংবাদিক নেতারা বলেন, একজন প্রবীণ সম্পাদককে এভাবে হেনস্তা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু ব্যক্তি নয়, গোটা সাংবাদিক সমাজের মর্যাদার ওপর আঘাত।
এ ছাড়া গত ১৮ ডিসেম্বর খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলন নিহত হওয়ার ঘটনায়ও গভীর নিন্দা জানায় ডিইউজে। ওই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রায় দেড় বছর ধরে বিনা কারণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে তালা ঝুলছে, যা একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের নৈরাজ্য পরিস্থিতির অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে সংগঠনটি।
ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে