ডাকসু নির্বাচন: এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বসানো এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই ডাকসু নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় ডাকসু নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
এক পৃথক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা ভোটকেন্দ্রে কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা যে কোনো তরল পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবেন না।
গণমাধ্যমের জন্য কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের দিন (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের সামনে খালি ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে। সে সময় সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দিন।
এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী আটটি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে