১৫ জুলাই আহত তন্বীর পদে প্রার্থী দেয়নি ৬ টি প্যানেল
গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি ছাত্রলীগের হামলার শিকার হন। এবার তিনি ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
তন্বির সম্মানে ছয়টি প্যানেল এই পদে কোনো প্রার্থী দেয়নি। এতে রয়েছে বাংলাদেশ ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাম ছাত্র সংগঠনগুলোর ‘প্রতিরোধ পর্ষদ’, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, তিন বাম ছাত্রসংগঠনের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ এবং ইসলামী ছাত্র আন্দোলন।
অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাজ্জাদ হোসাইন খান এবং ছাত্র অধিকার পরিষদের সিয়াম ফেরদৌস ইমন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি সংগঠনগুলো প্যানেল ঘোষণা করলে আরও বিস্তারিত জানা যাবে।
গত মঙ্গলবার তন্বি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো প্যানেলে যোগ না দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। তন্বি বলেন, এই পদে অংশ নেওয়ার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়ানো, ফান্ডিং নিশ্চিত করা, বিভিন্ন জার্নাল অ্যাক্সেস দেওয়া, বিশ্ববিদ্যালয়ের বাইরের কর্পোরেট, অ্যালামনাই ও এনজিওর সঙ্গে সমন্বয় করে গবেষণার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা। তার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে