জাতীয় নির্বাচন ভালো হবে, যার প্রতিফলন ডাকসুতে দেখা গেছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম আশা প্রকাশ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ভালো হবে যার, প্রতিফলন দেখা গেছে ডাকসুতে।’
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনি প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ভূমিকা পালন করবে। তিনি জানান, নির্বাচনি নিরাপত্তার জন্য প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সূচি থেকে সরে আসা জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
প্রেস সচিবের মতে, সুষ্ঠু নির্বাচন কেবল সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করে না, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতারও প্রয়োজন। তিনি বলেন, ‘যদি জনগণ বন্যার পানির মতো ভোটকেন্দ্রে ছুটে আসে, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
ডাকসুর অভিজ্ঞতার উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনও একইভাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, ‘সবাই যদি নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করে, তবে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে