রাত ১২টার মধ্যে ডাকসু নির্বাচনের ফলাফল: রিটার্নিং কর্মকর্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচনের ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘোষণার আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ভোটগণনা চলার সময় বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের অনুমান, ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। রাত ১১টা থেকে রাত ১২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে’।
এর আগে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে বহুল প্রত্যাশিত ডাকসুর ভোটগ্রহণ। আটটি ভোটকেন্দ্রের ৮১০টি বুথের ব্যালট পেপারগুলোর গণনা চলছে। ভোটগ্রহণ কেন্দ্রগুলো হচ্ছে, কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর একটা নাগাদ বেশিরভাগ ভোট পড়েছে। প্রাথমিকভাবে বিকেল চারটা পর্যন্ত ৮০ শতাংশেরও বেশি ভোটগ্রহণের তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৭৯ শতাংশ, অমর একুশে হলে ৬২ শতাংশ এবং বিজয় একাত্তর হলে ৮৫.০২ শতাংশ ভোটার উপস্থিতির হার রেকর্ড করা হয়েছে। অন্য হলগুলো থেকে ভোটার উপস্থিতির তথ্য এখনো আসছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে