ডাকসু নির্বাচন: রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত শিবির প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা এক ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে শিবিরও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে ওই ছাত্রের শাস্তির দাবি জানিয়েছে।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরই এই হুমকি আসে। এরপর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র এবং সমাজবিজ্ঞান বিভাগের (২০২০-২১ সেশন) আলী হোসেন ফেসবুক পোস্টে লেখেন, হাইকোর্টের বিরুদ্ধে বিক্ষোভ না করে সবার আগে তাকে গণধর্ষণ করার জন্য মিছিল করা উচিত। পরে তিনি একটি ভিডিওতে ক্ষমা চেয়ে দাবি করেন যে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে তার আগের ফেসবুক পোস্টগুলোতে তাকে শিবিরের অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি নিজেকে শিবিরের সমর্থক হিসেবে পরিচয় করান।
এদিকে রিট আবেদনকারী ছাত্রী ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী, যেটি তিনটি বামপন্থি ছাত্র সংগঠন দ্বারা গঠিত। সোমবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এস এম ফরহাদ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং তার পদত্যাগের কোনো প্রমাণ নেই।
ফেসবুকে এই হুমকির নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরেফা খাতুন লেখেন, ‘আমরা একটি সহনশীল ক্যাম্পাস গড়ার কাজ করছি, অথচ রাজনৈতিক কারণে একজন ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। তাকে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত।’
একই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আব্দুল কাদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের মতো এমন জঘন্য হুমকি মেনে নেয়া যায় না।’
এক বিবৃতিতে ছাত্রদল জানিয়েছে, ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জকারী ছাত্রীকে শিবিরের এক নেতার ‘প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং সাইবারবুলিং’র বিরুদ্ধে আজ তারা দেশব্যাপী বিক্ষোভ করবে। তাদের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সব ইউনিটকে এই কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে গণধর্ষণের হুমকির ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ সকাল সাড়ে ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। ডাকসু নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা দাবি পেশ করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক তাহমিনা আক্তার ও মোসাহেদা সুলতানা। যেখানে বলা হয়েছে, হাইকোর্টে রিট আবেদনের জেরে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্র কর্তৃক এক নারী প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেয়া হয়েছে। হুমকিদাতা আলী হোসেনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে