Views Bangladesh Logo

ডাকসু নির্বাচন: বৈধ অস্ত্র নিয়েও ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিষেধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে কোনো ধরনের অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নির্দেশনা বৈধ বা লাইসেন্সধারী অস্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের সময় অস্ত্র বহন করতে পারবেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় লাইসেন্সধারী অস্ত্র বহন করাও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এর আগে নির্বাচন উপলক্ষে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে। তবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বৈধ পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন।

তফসিল অনুযায়ী, আগামীকাল ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮ ও হল সংসদের ১৩ পদে মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে পারবেন।

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী—৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ