ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে এই মিছিল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
ছাত্রদল কর্মীরা মিছিলকালে ‘জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’ এবং ‘প্রশাসন ভোট চোর’ স্লোগান দেন। মিছিলটি টিএসসি কেন্দ্রে পৌঁছালে কেন্দ্রটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তারা ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা টিএসসি কেন্দ্রের বাইরে অবস্থান নেন।
এর আগে ভোট গণনা কেন্দ্র প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কর্মকর্তারা ভোট গণনা কেন্দ্রে প্রবেশের সুযোগ না দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদল দাবি করেছে, কেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছেন। তাই ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের প্রবেশের সুযোগ দিতে হবে। তবে প্রশাসন জানিয়েছে, এ সময় কাউকে প্রবেশের অনুমতি নেই।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, 'এই কেন্দ্রে শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে। ছাত্রদলসহ অন্যান্য প্যানেলের শিক্ষার্থীরাও ভোট গণনা দেখতে চাচ্ছেন। প্রশাসন আমাদের কোনো কথা শুনছে না এবং বিমাতাসুলভ আচরণ করছে। আমরা কেন্দ্রে প্রবেশ না করা পর্যন্ত সরব থাকব।'
উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রায় ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে